কিশোরী হয়রানির অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার

আহমেদাবাদ: ১৩ বছরের কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে ভারতের গুজরাট রাজ্যের স্থানীয় একজন বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বিজেপি নেতা অশোক মাকওয়ানাকে যৌন হয়রানির হাত থেকে শিশু সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়। তিনি গুজরাটের গান্ধীনগর ইউনিটের বিজেপির ভাইস প্রেসিডেন্ট।
গত শুক্রবার গোয়া থেকে গুজরাটের আহমেদাবাদ আসার বিমানে অশোক মাকওয়ানা দ্বারা লাঞ্ছিত হন কিশোরীটি।
মেয়েটির পিতামাতা পুলিশের কাছে অভিযোগ করেন, ৪১ বছর বয়সি বিজেপির এই নেতা তাদের কন্যার শ্লীলতাহানি করেছেন।
তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, বিমানে মেয়েটির পাশের আসন অশোক মাকওয়ানার বন্ধুর নামে ছিল কিন্তু পরে তারা সেটি অদল বদল করেন। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে