
ঢাকা: সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশিত সৈয়দ আকরম হোসেন সম্পাদিত ‘৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি’ ইতোমধ্যে পাঠক সাড়া ফেলেছে। ২২০০০ পৃষ্ঠার অধিক এই রচনাবলি বাংলাদেশের সর্ববৃহৎ প্রকাশনা। স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে একত্রে এত বৃহৎ কোনো প্রকাশনা প্রকাশিত হয়নি।
৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে দু’বাংলার শ্রেষ্ঠ রবীন্দ্র গবেষক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন অন্যান্য গবেষক ও লেখকরা। তাঁর সম্পাদনায় এই রবীন্দ্র-রচনাবলি পেয়েছে পূর্ণতা।
রবীন্দ্রনাথের প্রাপ্ত সমগ্র বাংলা রচনা প্রকাশক্রম-অনুসারে এই ত্রিশ খণ্ডে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। এই প্রথম রবীন্দ্রনাথের সমগ্র চিঠিপত্র, ‘ছিন্নপত্র’, ‘ছিন্নপত্রাবলী’, ‘চিঠিপত্র’ (১-১৯ খণ্ড), ‘প্রমথনাথ বিশীকে লিখিত পত্র’, ‘ভানুসিংহের পত্রাবলী’ ও ‘পথে ও পথের প্রান্তে’, সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মৈত্রেয়ী দেবীকে লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও অখণ্ড ‘গীতবিতান’ও ভিন্ন রূপে ও প্রকরণে সন্নিবিষ্ট করা হয়েছে। সাহিত্য-ছবি-গান ও সুরের মিথস্ক্রিয়ার দিকে লক্ষ রেখে রবীন্দ্রনাথ-অঙ্কিত ‘রূপ-বিরূপে’র দুই শতাধিকেরও বেশি রঙিন ছবি ও প্রাসঙ্গিক চার শতাধিক সাদা কালো ছবিও রচনাবলির অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ঐতিহ্য প্রকাশিত এই রচনাবলি ছাড়ের পর বিক্রয় হচ্ছে ২১,৯০০ টাকায়। একত্রে ক্রয়ের ক্ষেত্রে অনেক পাঠক আগ্রহী হলেও কিস্তিতে ক্রয়ের সুযোগ দেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করছিলেন। সেক্ষেত্রে ভেঙে ভেঙে রচনাবলির খণ্ড গ্রহণেও আপত্তি নেই এমন কথাও অনেক পাঠক আমাদের জানিয়েছেন। সম্মানিত পাঠকগণের সুবিধার্থে একত্রে রবীন্দ্র-রচনাবলি বিক্রয়ের পাশাপাশি কিস্তিতেও রবীন্দ্র-রচনাবলি বিক্রয় কার্যক্রম ঐতিহ্য শুরু করল। আগ্রহী পাঠকগণ ঐতিহ্য-এর প্রধান কার্যালয় থেকে নির্ধারিত ফর্ম পূরণ পূর্বক এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
প্রতি মাসে নির্ধারিত তারিখে ৫ কিস্তিতে ৪৩৮০ টাকা এবং ১০ কিস্তিতে ২৩৯০ টাকা করে পরিশোধ করে -রচনাবলি আপনি ক্রয় করতে পারেন। প্রতি মাসে ৫ কিস্তি প্রদান সাপেক্ষে ৬টি এবং ১০ কিস্তি প্রদান ৩টি করে রবীন্দ্র-রচনাবলির খণ্ড আপনি পাবেন। খণ্ড নির্বাচনের ক্ষেত্রে ঐতিহ্যের সিদ্ধান্তই চূড়ান্ত। সীমিত সংখ্যক সেট ‘আগে আসলে আগে পাবেন’ ৫কিস্তির ভিত্তিতে ৭ সেপ্টেম্বর এবং ১০কিস্তির ভিত্তিতে ৩০ আগস্ট ২০১৬ এর মধ্যে ফর্ম পূরণ ও প্রথম কিস্তি প্রদান করে আপনি এই সুযোগ গ্রহণ করতে পারেন।
প্রতিবেদন ও সম্পাদনা: শিপন আলী