
ঢাকা: ক্ষমতা চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ একেক সময় একেক কৌশল নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। গণতন্ত্রের সিংহ পুরুষ কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ স্মরণ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নতুন করে জঙ্গিবাদের আশ্রয় নিয়েছে। অথচ তারা বলছে আমরা জঙ্গিবাদ প্রশ্রয় দিচ্ছি, উস্কানি দিচ্ছি। জঙ্গিবাদ কে তৈরি করছে খুঁজে বের করছেন না কেন? ধরে ধরে মেরে ফেলছেন কেন? এর পেছনে কে আছে, কে মদদদাতা খুঁজে বের করুন। কি ভয়ংকর আগুন নিয়ে খেলছেন। দেখুন কত জনপদ বিলীন হয়ে গেলো, কত দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।’
লেভেল প্লেয়িং ফিল্ড না হলে দেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনমুখি দল। নির্বাচন করে ক্ষমতায় এসেছে। নিরপেক্ষ নির্বাচন হতে হবে। না হলে জনগণ মেনে নিবে না।’
মির্জা আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনে নেমেও গেছেন। তিনি হেলিকপ্টারে করে বগুড়া, মাগুরা লক্ষীপুরে গেলেন। রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে ভোট চেয়ে আসলেন। নির্বাচনের কাজ শুরু করে দিয়েছেন। অথচ বিএনপিকে কোনো সমাবেশের অনুমতি দেয়া হয় না। এমনকি ক্লোজস ডোর প্রোগ্রামেও অনুমতি নিতে হয়। এভাবে সমস্যার সমাধান হবে না। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিজেদের অধিকার নিজেদেরকেই ফিরিয়ে আনতে হবে। অধিকার ফিরে পেতে হলে ওবায়দুর রহমানের মতো ত্যাগ স্বীকার করতে হবে।’
স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: জাহিদ