কীর্তনখোলায় তেলের ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৪

বরিশাল: কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর চানমারী খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ পরিচালক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিক করেন।
তিনি জানান, দগ্ধ চার জনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি জাহাজের মাধ্যমে ট্যাংকারটি নদীর তীরে টেনে আনা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ তিনি জানাতে পারেননি।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ