
ডেস্ক: ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। আর এ কারণে থাইল্যান্ডে কুইন্স কাপের চলতি আসর থেকে নাম প্রত্যাহার করে নিলেন তিনি।
বৃহস্পতিবার আসর শুরু হওয়ার কিছুক্ষণ আগে নিজের ফেসবুক পেজের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন সিদ্দিকুর।
দেশসেরা এই গলফার জানান, ‘পিঠের ইনজুরির কারণে কুইন্স কাপে আমি অংশ নিতে পারছি না। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসব। সামনে জাপান ও তাইওয়ানে টুর্নামেন্ট রয়েছে। সেখানে ভালো কিছু দেয়ার চেষ্টা থাকবে।’
অনেক আগ থেকেই পিটের ব্যথায় ভুগছিলেন সিদ্দিকুর। কিন্তু হঠাৎ করেই ব্যথা বাড়ায় থাইল্যান্ডে কুইন্সকাপের চলতি আসর থেকে ছিটকে পড়েছেন তিনি।
বৃহস্পতিবার সামুই কাউন্ট্রি ক্লাবে শুরু হয়েছে গলফের এ আন্তর্জাতিক আসর। এর আগে বুধবার অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন সিদ্দিকুর। এরপরেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।
২০১০ সালে এ কুইন্স কাপ দিয়েই ক্যারিয়ারের সোনালি যাত্রা শুরু করেছিলেন সিদ্দিকুর। এখানেই তিনি জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম শীর্ষ দশের খ্যাতি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই