
ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে নিজের জীবন দিয়ে মালিকের প্রাণ বাঁচালো একটি কুকুর। কুকুরটি ছিলো শাহাজানপুরের কাছে দুধুয়া জাতীয় উদ্যান লাগোয়া এক গ্রামের কৃষক গুরদেভ সিংয়ের।
গুরদেভ গণমাধ্যমকে বলেন, ‘প্রতিদিন মাত্র কয়েকটা রুটি খেতে দিতাম কুকুরটিকে। এর বিনিময়ে ও যে নিজের প্রাণ দিয়ে আমার জীবন বাঁচাবে, এটা অবিশ্বাস্য। মানুষের শেখা উচিৎ এদের দেখে।’
জানা গেছে, কয়েকদিন আগে প্রচণ্ড গরমের কারণে বাড়ির বাইরে খাটিয়া পেতে ঘুমোচ্ছিলেন গুরদেভ। তার পাশেই শুয়েছিল পোষা নেড়ি কুকুর জকি। সেসময় জাতীয় উদ্যানের দিক থেকে একটি বাঘের গর্জন শুনতে পায় জকি। বাঘের আক্রমন থেকে বাঁচাতে জকি তার মালিককে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানায়, গুরদেভের যখন ঘুম ভাঙ্গে, তখন বাঘটা খুব সামনে। ঘুমের ঘোর কাটিয়ে গুরদেভ যখন একটা মোটা লাঠি হাতে তুলে নেন তখন জকি নিজেই এগিয়ে গেছে বাঘের মোকাবিলা করতে।
এসময় ঘাড়ে কামড়ে জকিকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে থাকে বাঘটি। পরে গুরদেভ আর তার প্রতিবেশীদের অনেক চেষ্টায় জঙ্গলে জকির মৃতদেহ খুঁজে পান তারা।
গুরদেভ সিং জানান, বছর চারেক আগে রাস্তা থেকেই ছোট্ট কুকুরটিকে নিয়ে এসেছিল তার সন্তানেরা। প্রতিদিন তাদের স্কুল পর্যন্ত এগিয়ে দিতেও যেত জকি। তাকে হারানোর শোকে একদিন খাওয়া দাওয়া করেনি গুরদেভ’র সন্তানেরা। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই