
ডেস্ক: বিচ্ছেদের পর প্রিয় কুকুর দুটো কার কাছে থাকবে তা নিয়ে এখন আইনি যুদ্ধ শুরু হয়েছে সাবেক তারকা দম্পতি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মধ্যে। শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত মাসে ডেপের বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেন অ্যাম্বার হার্ড।
এবার তাদের দুজনের পোষা কুকুর পিস্তল এবং বু’র তত্ত্বাবধান পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। হার্ড চাইছেন পিস্তলকে তার কাছে রাখতে। কারণ এই কুকুরটি তাকে দিয়েছিলেন সাবেক প্রেমিক তাসিয়া ভ্যান রি। কিন্তু প্রাণীপ্রেমি ডেপের ইচ্ছা কুকুর দুটিকেই নিজের কাছে রাখার।
জানা গেছে, পোষা কুকুর দুটিকে অনেকটা নিজের সন্তানের মতই দেখেন জনি ডেপ। শুধু তাই নয় একসঙ্গে বড় হওয়া কুকুর দুটিকে কোনভাবেই আলাদা হতে দিবেন না ‘পাইরেটস অব দি ক্যারিবিয়ান’ খ্যাত তারকা জনি ডেপ।
এই কুকুরদের বেআইনিভাবে সঙ্গে রাখার অভিযোগেই অস্ট্রেলিয়ায় জরিমানা গুণতে হয়েছিল ডেপ ও হার্ডকে। সেসময় গুরুতর এই অপরাধের দণ্ড হিসেবে কারাবাস এড়াতে রীতিমতো জনসমক্ষে ক্ষমা চাইতে হয়েছিল সাবেক এই দম্পতিকে। সূত্র: মিরর
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই