
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মার্কেটিং বিভাগ সপ্তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নিহতের মামলায় ছয়ছাত্রের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে তাদের ৫দিনের রিমান্ড চাইলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকালে এ মামলায় কুবির ২ ছাত্রলীগ নেতাসহ ৬ ছাত্রকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাজেদ বাগিরঘাট গ্রামের আবদুল বাতেনের ছেলে গণিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও কুবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম (২৩), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণপুর নোয়াপাড়া গ্রামের জহিরুল আলমের ছেলে ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র জাহিদুল আলম (২৭), কক্সবাজার জেলার কুতুবদিয়ার লেশখালী গ্রামে আবদুস সাত্তারের ছেলে লোকপ্রশাসন বিভাগ মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আবুবকর ছিদ্দিক (২৬), চট্টগ্রামের মীরশ্বরাই উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত বিমল নাথের ছেলে বিবিএ শেষ বর্ষের ছাত্র সুদীপ্তনাথ (২৪), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চান্দিশকরা (মধ্যপাড়া) গ্রামের পরশ চন্দ্র দেবনাথের ছেলে বিবিএ ৩য় বর্ষের ছাত্র ও কুবি ছাত্রলীগের সহ-সভাপতি রুপম চন্দ্র দেব নাথ (২৩), মাগুরা সদর উপজেলার সাতদোহাপাড়া গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে নৃ-বিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র সজন বরণ বিশ্বাস (২১)।
তাদের মধ্যে সজন চন্দ্র বিশ্বাস ও রুপম চন্দ্র দেবনাথ বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র এবং অন্যরা ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক ছাত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ বলেন, হত্যাকাণ্ড ছাড়াও ওই রাতে কুবির আবাসিক হলে হামলা, ভাংচুর, সরকারি সম্পদের ক্ষতিসহ অনেক ছাত্র আহত হয়েছেন, তাই বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে ৬জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডসহ এসব ঘটনার সাথে যারাই জড়িত রয়েছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসআই