
ফ্লোরিডা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিজনি রিসোর্টে দু’বছর বয়সী এক শিশুকে গত মঙ্গলবার পানিতে টেনে নিয়ে গেছে এক কুমির। ফ্লোরিডা পুলিশ এখন কুমিরটির সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে।
ডিজনি রিসোর্টের একটি হ্রদের কাছে শিশুটি খেলছিল। তখন কুমির শিশুটিকে টেনে নিয়ে যায়। শিশুটির বাবা তাকে কুমিরের মুখ থেকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
পুলিশের মুখপাত্র জেফ উইলিয়ামসন বলেন, পরিবারটিকে সান্ত্বনা দেয়ার আশায় আমরা বাচ্চাটির উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পুলিশ জানায়, হৃদ থেকে ৪টি কুমির উদ্ধার করা হয়েছে। এগুলোকে পরীক্ষা করে দেখার জন্য হত্যাও করা হয়েছে। কিন্তু তারা বাচ্চটিকে নিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পঞ্চাশ জন পুলিশ এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞের একটি দল এখন শিশুটির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
ডিজনির এক মুখপাত্র বলেছেন, এই ঘটনায় তারা খুবই মর্মাহত।
ফ্লোরিডার নদী, হৃদ এবং জলাশয়গুলোতে প্রচুর কুমির আছে। কুমিরের আক্রমণ সেখানে কোনো বিরল ঘটনা নয়। ১৯৪৮ সাল থেকে এপর্যন্ত প্রাণীটির আক্রমণে কমপক্ষে ২২ জন মারা গেছে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই