
কুমিল্লা: চৌদ্দগ্রাম বাজারের কাছে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। । সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় কুমিল্লা থেকে ফেনীগামী যাত্রীবাহী যমুনা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আব্দুর রাজ্জাকের মৃত্যু হয় ও আহত হয় হেলপারসহ ১০জন। নিহত রাজ্জাক উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত জনু আলীর ছেলে। তবে আহতদের নাম জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব শফি