
কুমিল্লা: কুমিল্লার ৪ উপজেলার ৪৫টি ইউনিয়নে শনিবার ৬ষ্ঠ এবং শেষ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সকল ইউনিয়নে ২২৮ জন চেয়ারম্যান, ১ হাজার ৪৪৭ জন সাধারণ সদস্য এবং ৩৬৫ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সব ইউনিয়নের ৭ লাখ ১৮ হাজার ৩৫০ জন ভোটার রয়েছে। শুক্রবার এসব ইউনিয়নের কেন্দ্র গুলোতে স্ব স্ব উপজেলা জেলা থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন জানান, প্রায় ৮ হাজার আইন শৃংখলাবাহিনী কাল নির্বাচনের সময় মাঠে থাকবে। এছাড়া নির্বাচনী এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে শুক্রবার রাত থেকে সকল নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে চেক পোষ্ট বসানো হয়েছে। অনুমোদনহীন মোটরসাইকেল ও গাড়ী চলাচল বন্ধ করতেও কাজ করছে আইনশৃংখলাবাহিনী। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, নির্বাচনকে অবাধ সুষ্ট করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। জনগণ সহযোগীতা করলে সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করা যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসজি