কুমিল্লায় আটক ৫৭, জেএমবি ২

কুমিল্লা: গত ২৪ ঘণ্টায় দুই জেএমবি সদস্যসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দেবিদ্বারের এক জন ও সদর থানায় এক জন জেএমবি সদস্য রয়েছে।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, হাফেজ আতিকুর রহমান একজন জেএমবি সদস্য।
এদিকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান জানান, ২০০৫ সালে নড়াইল জেলায় সিরিজ বোমা হামলার আসামি সৈয়দ আরাফাতকে রাতে কুমিল্লা সদর থকে গ্রেফতার করা হয়। সে ৬ বছর কারাভোগের পর জামিনে ছিলেন। গত রাতে নড়াইল পুলিশ তাকে গ্রেফাতার করে।
পুলিশ জানায় দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলার ১৭টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। আটককৃতদের বেশিরভাগই পুলিশের সন্দেহভাজন তালিকাভূক্ত।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই/জাই