কুমিল্লায় আবু তাহের বিজয়ী

কুমিল্লা: জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক নৌ-বাহিনী প্রধান রিয়াল এডমিরাল আবু তাহের বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জ্বাদ হোসেন স্বপন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট।
কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম বেসরকারীভাবে তাহেরকে বিজয়ী ঘোষণা করেন। এসময় জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা রাশেদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ