
কুমিল্লা: জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামে আরিফুল ইসলাম সুজন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের চাচা সফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১০ টায় তারাবি নামাজ পড়া শেষে আরিফ পাশ্ববর্তী উপজেলা সদরের দিকে যাওয়ার পথে বাড়ির ২শ গজ দূরে দুর্বৃত্তরা তার মাথায় ও শরীরে কুপিয়ে আহত করে।
এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পর রাত সাড়ে ১২ টায় তিনি মারা যান।
আরিফকে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে তার চাচা সফিক কিছু বলতে পারেননি। আরিফ বা তার পরিবারের সাথে কারোর শত্রুতা ছিলনা বলেও তিনি জানান। ব্রাহ্মনপাড়া থানার ওসি বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যাপারটি কেন ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই