
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই নিহত হন ৫ যাত্রী। আরেকজন যাত্রীকে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নেওয়ার পর তিনি মৃত্যুবরন করেন।
আহত ব্যক্তিদের অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি খুলনার খালিশপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটি একটি ইস্পাতের পিলার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর বাসটির একপাশে পিলারগুলো ঢুকে যায়। এতে ঘটনা স্থলে নিহত হন ৫ জন যাত্রী। আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পর মারা যান।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: শামীম ইশতিয়াক