
কুমিল্লা: সদর দক্ষিণ উপজেলার শামবকসী (বল্লবপুর) এলাকায় আবুল বাশার (৩০) নামের একজন নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত আবুল বাশার বল্লবপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ইসলামিয়া বিক্সে নৈশ প্রহরীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবুল বাশার। শুক্রবার দিবাগত রাতে তিনি কর্মস্থলে আসলেও শনিবার ভোরে বাড়ি ফিরেনি। সকালে স্থানীয়রা ওই ইট ভাটার অফিসে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নকুল বিশ্বাস জানান, এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসজি