কুমিল্লায় পাসের হার ৬৪.৪৯

কুমিল্লা: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.কায়সার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
মো.কায়সার আহমেদ বলেন, ‘গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন আর গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ১ লাখ ৮ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৯ হাজার ৮৯৫ জন। এদিকে গত বছরের তুলনায় এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ৮টি। গত বছর ছিল ৬টি।
প্রতিবেদন: আনোয়ার হোসেন, সম্পাদনা: মাহতাব শফি, ইয়াসিন