
কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরীতে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুইজন হচ্ছেন ধনাইতরী গ্রামের আলেক হোসেনের ছেলে জামাল হোসেন(৬০) ও একই গ্রামের আমির হেসেনের ছেলে গিয়াস উদ্দিন(৪৫)।
স্থানীয় সূত্র জানায়, ধনাইতরী গ্রামে প্রতিবেশী ফরিদ মিয়াদের সাথে জামাল হোসেনদের পারিবারের বাড়ির রাস্তা নিয়ে মামলা চলে আসছিলো। মামলায় ফরিদ মিয়াদের কয়েকজন জেলে যায়। তারা মুক্তি পেয়ে বেরিয়ে এসে বাড়ির অদূরে জামাল হোসেন ও গিয়াস উদ্দিনের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে গিয়াস উদ্দিন মারা যান।
আহত জামাল হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে তিনি মারা যান। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুইজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসআই