
কুমিল্লা: কুমিল্লায় ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ১৭ রাউন্ড তাজা গুলি, ২টি চাকু, ২টি মোবাইল সেট এবং ৩টি সীম কার্ডসহ মো. আক্তার হোসেন (৩৮) ও মোঃ মুছা (২৫) নামে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি দল বৃহস্পতিবার নগরীর সংরাইশ ও টিক্কারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, আসামিরা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অবৈধ অস্ত্র নিজ বাড়িতে মজুদ রেখেছে। এ খবর পেয়ে র্যাব-১১, কুমিল্লার সদস্যরা বেশকিছু দিন যাবৎ গ্রেফতারকৃত আসামিদের নজরদারীতে রাখে। পরে সংরাইশ মধ্যপাড়া এলাকা থেকে আসামি আক্তার হোসেন এবং টিক্কারচর ব্রিজরোড থেকে মুছাকে আটক করা হয়।
তারা এলাকার অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, দখলদার ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব শফি