
ঢাকা: বিপিএলেরর চলতি আসরে যাত্রা একেবারেই বাজে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। টানা দুই ম্যাচ হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল।
প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানে আর দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের কাছে ৬ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছিল ভিক্টোরিয়ান্স। দলের এমন বাজে অবস্থার জন্য একজন পেস অলরাউন্ডারের অভাবের কথা জানিয়েছিলেন অধিনায়ক নিজেই। এবার সেই ঘাটতি পূরণের জন্য আরো একজন বিদেশী উড়িয়ে এনেছে মাশরাফির দল।
আন্দ্রে রাসেল-ডোয়াইন ব্র্যাভোর সঙ্গে খেলতে কুমিল্লায় যোগ দিয়েছেন রায়ান টেন ডেসকাট। ডেসকাটের পর কুমিল্লা দলে যোগ দেয়ার কথা রয়েছে আরো দুই ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েল এবং শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারার। তারা নিজ নিজ দেশের খেলা শেষ করে আসবেন ঢাকায়।
ঢাকার ক্রিকেটে এক পরিচিত নাম ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে। বিপিএল টু তে চিটাগাং কিংস, বিপিএল থ্রি তে ঢাকা ডায়নামাইটসে খেলা এই ডাচ অল রাউন্ডারকে এবার দেখা যাবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি। প্রথম দুই ম্যাচ হারের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্র্যাভোর মতো আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব আছে। তাই দলটা ভারসাম্যপূর্ণ হচ্ছে না। এবার ডেসকাটের আগমন নিশ্চয়ই স্বস্তি ফিরিয়ে আনবে কুমিল্লা শিবিরে।
প্রতিবেদন: কবির, সম্পাদনা: জাহিদ