
ঢাকা: আর মাত্র কয়েক ঘন্টা। তার পরই অবসান ঘটছে দীর্ঘ প্রতিক্ষার। মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে বর্তমান চাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে নতুন ফ্রাঞ্চাইজি রাজশাহী কিংস। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রংপুর রাউডার্সের বিরুদ্ধে লড়াই করবে খুলনা টাইটানস। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএনসহ অনেকগুলো দেশী-বিদেশী চ্যানেল।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে থাকবেন দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর রাজশাহীর কাপ্তান হিসেবে মাঠে দেখা যাবে ক্যারিবিয় ক্রিকেটের টি-টোয়েন্টি শিরোপা জয়ী অধিনায়ক ড্যারেন সামি। উদ্বোধনী ম্যাচে দু’দলের সম্ভাব্য স্কোয়াড নিচে দেয়া হলো।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ শরীফ, সোহেল তানভীর, সৈকত আলী, নুয়ান কুলাসেকেরা, আসহার জাইদি, থিসারা পেরেরা।
রাজশাহী কিংস : ড্যারেন সামি (অধিনায়ক), সাব্বির রহমান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, আবুল হাসান রাজু, মোহাম্মদ সামি, এবাদত হোসেন, মিলিন্দা সিরিবর্ধনে, সামিত প্যাটেল।
প্রতিবেদন: কবির, সম্পাদনা: তুহিন