
কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামীলীগ মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
কান্দিরপাড়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে বেলা ১১ টায় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ২৯ টি প্রতিশ্রুতি সম্বলিত এ ইশতেহারটি ঘোষণা করেন তিনি।
এ ইশতেহারে উল্লেখ্যযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে আগামী ৫ বছরের জন্য বর্ধিত কর আরোপ করা হবে না এবং অতি দরিদ্রদের হোল্ডিং করা মওকুফ করা হবে। নগরীর জলাবদ্ধতা ও যানজট নিরসর করা হবে। সিটি করপোরেশনের উন্নয়নের জন্য মাষ্টার প্ল্যান করা হবে।
এসময় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কাজী জাফর উল্লাহ ও সদস সচিব আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি: আনোয়ার হোসেন, সম্পাদনা: জাবেদ