কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত

কুষ্টিয়া: শহরের চৌড়হাসে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম সদর উপজেলার আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরে কাজ শেষে চৌড়হাস এলাকায় দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তরিকুল ইসলাম। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই