কুষ্টিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে আপ লাইন চালু করায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার রাত সোয়া ১১টায় ট্রেনটি পোড়াদহ স্টেশনে ঢোকার আগেই এ ঘটনা ঘটে।
পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, রাত সোয়া ১১টার দিকে পাবর্তীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ স্টেশনে ঢোকার আগেই একটি বগি লাইনচ্যুত হয়। তবে আপ লাইন খুলে দেয়ায় পোড়াদহ থেকে সব রুটে যোগাযোগ স্বাভাবিক রয়েছে। সেইসঙ্গে উদ্ধার অভিযান চলছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদনা: জাবেদ চৌধুরী