কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

কুষ্টিয়া: মিরপুরে গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতরা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ওসি গাজী জালালউদ্দিন গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাত ১টার দিকে গোবিন্দপুর এলাকায় মিরপুর-ভেড়ামেরা সড়কে একদল লোক ডাকাতি করছিল বলে তাদের কাছে খবর আসে।
তিনি জানার, ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থল থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র, হাঁসুয়া, বোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে ওসি জানিয়েছেন।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব