
কুষ্টিয়া: ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর এই রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-শহীদ ইয়াকুব আলী সড়কের আড়ুয়াপাড়ার মাইকেলের ছেলে হাসান, একই এলাকার মো. বশির আহমেদের ছেলে সালমান, বিহারী কলোনির আব্দুর রহিমের ছেলে রাহাতুজ জাসান এবং আড়ুয়াপাড়ার কৃষ্ণচন্দ্র ঘোষের ছেলে নিশিকান্ত। এদের মধ্যে নিশিকান্ত পলাতক রয়েছেন।
২০১৩ সালের ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরের এনএস রোড এলাকায় আলমগীর হোসেনকে নিজ বাসায় গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়। আলমগীরের জুতার ব্যবসা ছিল। আলমগীরের ছোট ভাই জাহাঙ্গীর আলম পরের দিন ২০ জানুয়ারি কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ চারজনের নামে অভিযোগপত্র দেন। মামলার শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস