কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া: মিরপুরে সড়ক দুর্ঘটনায় ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বিজিবি সেক্টরের দুই নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসলাম চুয়াডাঙ্গার দামুরহুদার বোয়ালমারী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ইসলাম দামুরহুদা থেকে করিমনে কলা বোঝাই করে ভেড়ামারার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিজিবি সেক্টরের দুই নং গেটের সামনে পৌঁছালে করিমনের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসলামের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করছে।
প্রতিবেদক: কমল কুমার, সম্পাদনা: প্রণব