
কুষ্টিয়া: সদরের বটতৈল এলাকায় ট্রাকের ধাক্কায় ৪ নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে সুখী (৪৫) নামের একজনের পরিচয় পেয়েছে পুলিশ। বাকিদের নামপরিচয় পাওয়া যায়নি। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি শাহাবুদ্দিন জানান, সকালে ইবি থানা এলাকার মধুপুর, বিত্তিপাড়া ও লক্ষীপুর থেকে বিএটি কারখানায় তামাক প্রক্রিয়াজাতকরণ কাজে যাওয়ার জন্য নারী শ্রমিকরা নসিমনে রওয়ানা হন।
পরে বটতৈল এলাকায় এসে নসিমনটি সড়কের পাশে থামিয়ে শ্রমিকরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটিকে ধাক্কা দেয়। এ সময় নসিমন উল্টে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতাবস্থায় ছয়জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর তিন নারীর শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাক চালক ও তার সহকারী পালিয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই