
ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘ধর্মের অপব্যাখ্যা ও কুসংস্কার নারী অগ্রগতির অন্যতম অন্তরায়। এই বিষয়ে জনসাধারণ, বিশেষ করে, কিশোর-কিশোরীদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।’
রাজধানীর ইস্কাটনে রোববার মহিলা বিষয়ক অধিদফতরে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সমাজের ইতিবাচক পরিবর্তনে ‘ক্লাবে সংগঠিত করে কিশোরকিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক কার্যক্রমের ওই কর্মকর্তাদের প্রতিমন্ত্রী আরো বলেন, ‘কিশোরকিশোরীরা সঠিক দিকনির্দেশনা পেলে উন্নত জাতি গঠন সহজ হবে।’
মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধিদফতরের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা এবং জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অধিদফতর সারাদেশে সাত বিভাগের সাত জেলার ৪৪ উপজেলার সকল ইউনিয়নে কিশোরকিশোরীদের ক্লাব কার্যক্রম পরিচালনা করছে। জেলাগুলো হচ্ছে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, ঝালকাঠী, রাঙ্গামাটি, মৌলভীবাজার, সিরাজগঞ্জ। শিগগিরই সারাদেশে এই কার্যক্রম চালু হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে