
স্পোর্টস রিপোর্টার: স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহিলা বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিডি এবং বাংলাদেশ সেনাবাহিনী।
পুরুষ বিভাগে বিজিবি ৬টি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই বিভাগে রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। তাদের ঝুলিতে আছে একটি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক। আর তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে একটি স্বর্ণ, দু’টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ।
মহিলা বিভাগে বাংলাদেশ আনসার এবং সেনাবাহিনী উভয় দল চারটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতে যৌথ চ্যাম্পিয়ন হয়। মহিলা বিভাগে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ দল। তাদের অর্জনে আছে দু’টি রৌপ্য ও সমান ব্রোঞ্জ পদক।
পুরুষ বিভাগে বীর পালোয়ান হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিল্লাল হোসেন। তবে মেয়েদের বিভাগে বীর পালোয়ান হওয়ার শর্তসমূহ (জাতীয় দলের খেলোয়াড়+দেশের বাইরে পদকজয়ী) পূরণ করার মতো খেলোয়াড় পাওয়া যায়নি।
বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন আজাদসহ অন্যান্যরা।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: ইয়াসিন