
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে গিয়ে প্লাবন আহমেদ (১৯) নামে নিখোঁজ এক কলেজছাত্রের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে কুয়াকাটা সৈকত থেকে প্রায় এক কিলোমিটার গভীর সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সৈকতে সাঁতার কাটতে গিয়ে শুক্রবার (২২ জুলাই) দুপুরে নিখোঁজ হন প্লাবন। তার বাড়ি মাগুরা সদর উপাজেলার বেলনগরে। মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে প্লাবন এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
উপজেলার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর সকাল ৬টার দিকে কুয়াকাটা সৈকত থেকে প্রায় এক কিলোমিটার গভীর সাগরে জেলেদের জালে আটকা পড়ে প্লাবনের লাশ। এরপর জেলেরা লাশটি তীরে এনে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ইতোমধ্যে প্লাবন আহমেদের বাবা মোশাররফ হোসেন লাশ নিতে কুয়াকাটা পৌঁছেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বাল্যবন্ধু নেওয়াজের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন প্লাবন। শুক্রবার দুপুরে টিউব (লাইফবয়া) নিয়ে একসঙ্গে দুই বন্ধু অন্য লোকজনের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে প্লাবনের হাত থেকে টিউব ছুটে তিনি নিখোঁজ হন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ