
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার সরকারি বাসভবন গণভবনে বিচারপতি, কূটনীতিক এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করেন।
প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন টেবিলে গিয়ে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এ ছাড়াও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদগণ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, নৌ বাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও কূটনৈতিক কোরের ডিন মাহমৌদ ইয়াহিয়া মোহাম্মেদ ইজ্জাত মোস্তফা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা ইফতারে অংশগ্রহণ করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই