
ঢাকা: বিভিন্ন দেশের দুতাবাস, বিদেশি ও বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডিএমপি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর অংশ হিসেবে বুধবার থেকে রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান-বারিধারা-বনানীতে চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস ও রিক্সা।
ডিএনসিসি সুত্রে জানা যায়, উল্লেখিত কূটনৈতিক এলাকাগুলোর দু’টি রুটে নতুন কিছু এসি বাস চলবে। গুলশান-১’র পুলিশ প্লাজা থেকে গুলশান-২ পর্যন্ত চলবে একটি বাস। অন্যটি কাকলি বাস স্ট্যান্ড থেকে আমেরিকান অ্যাম্বাসি পর্যন্ত। ভাড়া হবে ১৫ টাকা। পাশাপাশি ওই এলাকার জন্য কালো আর হলুদের মিশ্রণে রিকশা চালু করা হচ্ছে।
হলি আর্টিজান বেকারী এন্ড রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকায় অবস্থিত বিভিন্ন দেশের দুতাবাস, বিদেশি ও বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা দিতেই এ উদ্দ্যোগ গ্রহণ করেছে উত্তর সিটি করপোরেশন।
এবিষয়ে সিটি করপোরেশনের ফেসবুক পেজে জানানো হয়, ‘আগামীকাল (বুধবার) থেকে ঢাকার গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস ও রিক্সা। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের রং হবে হলুদ। রিক্সাচালক ও রিক্সার রং হবে কালো আর হলুদের মিশ্রণ।
উত্তরের মেয়র আনিসুল হক জানান, গুলশানের ভিতরে রিকশা কমিয়ে দেয়া হচ্ছে। তবে আমরা বিশেষ রঙের ৫০০ রিকশা চালু করেছি। এখন থেকে ওই রিকশাগুলো গুলশান এলাকায় চলাচল করবে।
নতুন পরিবহন ব্যবস্থা কূটনৈতিক এলাকায় বসবাসকারীদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি যানজট নিরসন করবে। একই সঙ্গে নগরবাসীর চলাচল সাচ্ছন্দময় করবে বলেও মনে করেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি