
ঢাকা: অভ্যন্তরীণ বোরো (ধান) সংগ্রহ-২০১৬ অভিযানে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগৃহীত হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠকে এই তথ্য জানানো হয়।
বৈঠকে জানানো হয় যে, অভ্যন্তরীণ বোরো (ধান) সংগ্রহ-২০১৬ অভিযানে কৃষকরা যাতে অধিক উপকৃত হয় সেজন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হয়। এছাড়াও নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগৃহীত হয়েছে।
এছাড়াও কমিটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবলের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীন গুদামের অভ্যন্তরীণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে তা মনিটরিং করার সুপারিশ করা হয়।
স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, শেখ মোঃ নূরুল হক, শেখ ফজলে নূর তাপস এবং শিরিন নাঈম।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই