
ওয়াশিংটন: মার্কিন সেনাবাহিনীর ২৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ অফিসার দেসাউনা বারবার ২০১৬ সালের মিস ইউএস বা যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরীর খেতাব জয় করে নিয়েছেন।
লাস ভেগাসে রোববার রাতে বাৎসরিক সৌন্দর্য প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া ৫১ জন প্রতিযোগীকে হারিয়ে মিস ইউএস শিরোপা লাভ করেন কৃষ্ণাঙ্গ সুন্দরী দেসাউনা বারবার।
এর ফলে চলতি বছরের শেষদিকে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।
ওয়াশিংটন ডিসির বাসিন্দা দেসাউনা বারবার মার্কিন ডিপার্টমেন্ট অব কমার্সের তথ্যপ্রযুক্তি বিশ্লেষক হিসেবে কাজ করছেন। একইসঙ্গে তিনি মেরিল্যান্ডের ফোর্ট মিয়াদ এর লজিস্টিক কমান্ডারের দায়িত্বও পালন করছেন।
এই প্রতিযোগিতায় যুদ্ধক্ষেত্রে নারীর ভূমিকা সংক্রান্ত প্রশ্নের জবাবে দেসাউনা বলেন, নারী হিসেবে আমি মনে করি, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে পুরুষদের মতই আমাদেরও কষ্টসহিষ্ণু হতে হয়। আমার ইউনিট কমান্ডার হিসেবে আমি শক্তিশালী এবং নিবেদিতপ্রাণ।
তিনি জানান, মার্কিন সেনাবাহিনীতে নারী হিসেবে তিনি কোন সীমাবদ্ধতা অনুভব করেন না।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন মিস হাওয়াই চেলসি হার্ডিন এবং দ্বিতীয় রানার আপ মিস জর্জিয়া ইমানি ডেভিস। সূত্র: হাফিংটন পোস্ট
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই