
উইসকনসিন: যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একজন কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের পক্ষে সাপাই গেয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে পুলিশের গুলি করা যুক্তিসঙ্গত ছিল।
শনিবার আফ্রিকান অধ্যুষিত মিলাউকি এলাকায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক সিলভাইল স্মিথ নিহত হন। এতে ওই এলাকায় টানা কয়েকদিন ধরে বিক্ষোভ করেন সাধারণ মানুষ।
পুলিশের গুলির বিষয় নিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদেরকে হয় আইন মেনে চলতে হবে অথবা আমাদের কোন দেশ থাকতে পারবে না’। মিলাউকি’র পুলিশ দফতর পরিদর্শন করার পর ফক্স নিউজকে এ কথা বলেছেন ট্রাম্প।
সাম্প্রতিক সময়ে পুলিশের গুলিতে অনেকগুলো দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রব্যাপী অনেক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন- পুলিশ আফ্রিকান বংশোদ্ভূতদের গুলি করতে যেন আগ বাড়িয়ে তৈরি হয়েই থাকে।
সর্বশেষ শনিবার ২৩ বছর বয়সী স্মিথকে প্রথমে পুলিশ থামায়। কিন্তু পরে তিনি পালিয়ে যান। পুলিশ বলছে, তার কাছে অস্ত্র ছিল। সেটা ফেলে দিতে বললেও তিনি না ফেলায় তাকে গুলি করা হয়।
ট্রাম্প ওই হত্যায় পুলিশের পক্ষ নিয়ে বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তার মাথায় গুলি তাক করা ছিল। মনে হচ্ছিল তাকে গুলি করা সময়ের ব্যাপার মাত্র। এখানে ঠিক সমস্যাটা কার। এটা হচ্ছে মূলকথা। এটা সত্য নাও হতে পারে। যদি এটা সত্য হয় তবে মানুষের উচিত নয় বিক্ষোভ করা।’
মঙ্গলবার মিলাউকি পুলিশের শেরিফ ডেভিড ক্লার্কের সাথে বিশেষ সাক্ষাত করেন ট্রাম্প। তারপর এ বক্তব্য দেন তিনি। নিজের নির্বাচনী প্রচারণার প্রথম দিক থেকেই পুলিশের পক্ষে সোচ্ছার হোটেল ব্যবসায়ী ট্রাম্প।
আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর থেকে ট্রাম্প অনেক বিতর্কিত মন্তব্য করেন। ফলে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এর চেয়ে জরিপে পিছিয়ে আছেন। সূত্র: বিবিসি।
প্রতিবেদন ও সম্পাদনা: সাইফুল ইসলাম