
ঢাকা: সদ্য ঘোষিত আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং খাদ্যমন্ত্রী এ্যাড. কামারুল ইসলাম।
বর্তমানে তারা দু’জনই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। মায়া ঢাকা মহানগর আওয়ামী লীগের গত কমিটিতে সাধারণ সম্পাদক এবং একই কমিটিতে কামরুল যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
মায়া ও কামরুলকে মহানগরের উপদেষ্টা করা হলে তাদের পদোন্নতি না পদাবনতি হয়েছে এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়। তখন তারা বলেছিলেন, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার চেষ্টা করছেন, মহানগরে রাখা হয়েছে এ নিয়ে চিন্তিত নন।
কমিটিতে শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ এক নম্বর সদস্য, মায়া তিন এবং কামরুলকে চার নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়া পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী এবং সাবেক যুবলীগ চেয়ারম্যান মির্জা আজম কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে
আবুল হাসনাত আবদুল্লাহ, মো. মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠাণ্ডু, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, দিপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম কবির রব্বানী চিনু, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপাধ্যক্ষ রেমণ্ড আরেং।
প্রতিবেদন: ইয়াছিন রানা, সম্পাদনা: সজিব ঘোষ