
ঢাকা: জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।
রোববার বেলা ১১টা ৪০মিনিটে তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতারাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা জানাতে এসেছেন, শিশু বিশেষজ্ঞ ড. শহীদউল্লাহ, উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ।
রোববার সকালে সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়।
বেলা আড়াইটা থেকে মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং বিকেল সাড়ে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল হাসপাতাল প্রাঙ্গণে তার জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল সাড়ে ১০টায় এম আর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে জাতীয় এ অধ্যাপককে দাফন করা হবে।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি