
ঢাকা: টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার দুই আসামি আনিসুল ইসলাম রাজা ও সমীরের জামিন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
দুই জনের জামিন আবেদন শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি একে এম শাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার আহসান হাবীব ও জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
২০১৩ সালের ২১ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুককে গুলি করে হত্যা করা হয়। এই টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন নিহতের স্ত্রী।
স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান রানা ও তার চার ভাই এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এর আগে রানা হাইকোর্ট থেকে জামিন দেয়নি। বুধবার বিচারিক আদালতে মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে।
সম্পাদনা: সজিব ঘোষ