Sunday, July 3rd, 2022
কেন মোনায়েম খানের বাড়িতে উচ্ছেদ কার্যক্রম, জানতে চায় হাইকোর্ট
November 7th, 2016 at 6:03 pm
কেন মোনায়েম খানের বাড়িতে উচ্ছেদ কার্যক্রম, জানতে চায় হাইকোর্ট

ঢাকা: আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের বাড়িতে (বনানীর ২৭ নম্বর রোডে ১১০ নম্বর বাড়ি) কেন উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে তার কারণ ব্যাখা চেয়েছেন হাইকোর্ট।

আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) লিখিত ব্যাখ্যা জানাতে চেয়েছেন আদালত। একইসঙ্গে সাত দিনের জন্য সকল উচ্ছেদ কার্যক্রম স্থিতিবস্থা রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসিমা খান।

আদেশর বিষয়ে সুপ্রিম আইনজীবী সমিতি ভবণের সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের কার্য্লায়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মোনায়েম খানের ছেলে এএইচএম কামরুজ্জামান খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বনানীর ব্লক-এ ১১০ নম্বরের পাঁচ বিঘার ১৫ ছটাক প্লটটি তৎকালীন ডিআইটি হতে ১৯৬৬ সালে বরাদ্দপ্রাপ্ত হয়ে ১৯৬৭ সালে লিজ দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করা হয়। ২০০৯ সালে ঢাকা সিটি করপোরেশন তাদের জায়গা দাবি করে একটি চিঠি দেন। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। ওই বছরের ২৬ জানুয়ারি হাইকোর্ট স্থিতিবস্থা জারি করেন। ডিসিসি ওই আদেশ বাতিলের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তাই আদালতের ওই আদেশ বলবৎ থাকা অবস্থায় সিটি করপোরেশন উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে।

আদালতের আদেশের পরও উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত ১৬ ফিট জায়গায় উচ্ছেদ করা হয়েছে। বাড়িটির সীমানা দেয়াল ও স্থাপনার একটি অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। পানি, গ্যাস ও বিদ্যুতের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, তিন নভেম্বর বিকেলে বনানীর ২৭ নম্বর রোডে ১১০ নম্বর বাড়িতে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান শরীফ ও মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ওই বিকেলে ‘বাগ-ই মোনেয়েম’এ দেড় ঘণ্টার এই উচ্ছেদ অভিযানকে ইতিহাসের ‘স্বরণীয় দিন’ অভিহিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

প্রতিবেদন: ফয়েজ, সম্পাদনা: সজিব ঘোষ


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার