
মেষ: (২১ মার্চ -২০ এপ্রিল)
আজকের দিনটি আপনার পক্ষে মিশ্র। কর্মে উন্নতির খবর আসতে পারে। প্রেমে সমস্যা বজায় থাকবে। নতুন ব্যবসায়ে উন্নতির যোগ আছে। আর্থিক যোগে বাধা থাকলেও দিনের শেষে উন্নতির সম্ভাবনা বেশ। শুভ দিক উত্তর। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২
বৃষ: (২১ এপ্রিল -২১ মে)
আজেকের দিনটি মোটের উপর শুভ। আজ আপনার আর্থিক লাভ হবে। যাত্রা যোগে শুভ ফল। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। প্রেমে কিছু সমস্যা থাকবে। তবে বিদেশ ভ্রমণ এবং বিনোদনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক দিক শুভ। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৩
মিথুন: (২২ মে-১ জুন)
আজকের দিনে প্রেম এবং পরিবার নিয়ে কিছুটা সমস্যা থাকবে। প্রেম নিয়ে বেশি জটিলতার শঙ্কা ভরপুর। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিবারে মনমালিন্য এড়াতে চেষ্টা করলেও পারবেন না। কর্মক্ষেত্র মিশ্র। আর আপনার শুভ দিক দক্ষিণ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
কর্কট: (২২ জুন -২২ জুলাই)
কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ে আজ কিছু সমস্যা থাকবে। কোনো সহকর্মীর ভুলের ফলে সমস্যা দেখা দিতে পারে। প্রেম নিয়ে সমস্যার সমাধান আছে। আর্থিক ক্ষতির শঙ্কা এড়াতে পারবেন। বিদেশ ভ্রমণে বাধা বিদ্যমান। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১
সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
সিংহ রাশির অর্থ ক্ষেত্রে আজকের দিনে সমস্যা আছে। পারিবারিক ক্ষেত্রে সম্পত্তি নিয়ে সমস্যা। আইনি জটিলতায় জড়াতে পারেন। প্রেম এবং দাম্পত্য যোগ শুভ। ভ্রমণে বাধা আসবে। উপহার লাভের যোগ আছে। শুভ দিক উত্তর। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৫
কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আজকের দিন নতুন কাজের শুরুর পক্ষে শুভ। প্রেম যোগ শুভ। কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা আসলেও অবশেষে জয় হবে। ব্যবসায়ে সমস্যা আসতে পারে। পরিবারে আনন্দের যোগ আছে। যাত্রা যোগ শুভ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
তুলা: (২৪ সেপ্টেম্বর -২৩ অক্টোবর)
আজকের দিনে আপনার বেশ কিছু দিন ধরে চলতে থাকা সমস্যাগুলোর সমাধান হবে। ব্যবসায়ে লাভ বৃদ্ধি। প্রেম যোগ শুভ। নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার যোগ আছে। শিক্ষা যোগ শুভ। শুভ দিক দক্ষিণ। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
বৃশ্চিক: (২৪ অক্টোবর -২২ নভেম্বর)
আজকের দিনে প্রেম নিয়ে আপনার মনে বিভিন্ন চিন্তা জমা হতে পারে। শিক্ষা যোগ শুভ। যাত্রা যোগে বাধা। কর্মে উন্নতির যোগ আছে। বিদেশে যাত্রায় সমস্যা হতে পারে। আর্থিক যোগ শুভ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। কর্মে বাধা নিরসনের যোগ আছে। ব্যবসায়ে সমস্যার যোগ। ভ্রমণের সম্ভাবনা অনেক। কাজের সুবিধা হবে এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারেন। শিক্ষা শুভ; আর শুভ দিক পশ্চিম। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৯
মকর: (২২ ডিসেম্বর -২০ জানুয়ারি)
আজকের দিনে ইতিবাচক কোনো মানুষ আপনাকে প্রভাবিত করবে। ব্যবসায়ে উন্নতি এবং উৎসাহ লাভ করবেন। শিক্ষা যোগ শুভ। ভ্রমণের বাধা কাটবে। আর্থিক যোগ শুভ। যাত্রা মিশ্র। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রের সমস্যাগুলো সমাধান হবে। শিক্ষা যোগ শুভ। শারীরিক সমস্যার যোগ আছে। পরিবারে আনন্দ বিরাজ করবে। বিনোদনের সুযোগ আসবে। প্রেম যোগ শুভ। শুভ দিক উত্তর। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১
মীন: (১৯ ফেব্রুয়ারি -২০ মার্চ)
আজকের দিনে প্রেম এবং দাম্পত্য যোগ শুভ। শিক্ষায় উন্নতির যোগ আছে। ব্যবসার সঙ্গে যুক্তদের সাফল্য। ভ্রমণের সম্ভাবনা আছে। পরিবারে বিনোদনের যোগ আছে। হাঁটুর ব্যথার সমস্যা। শুভ দিক দক্ষিণ। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ