Saturday, December 31st, 2016
কে দিলো ইংরেজি মাসগুলোর নাম? 
December 31st, 2016 at 9:58 pm
কে দিলো ইংরেজি মাসগুলোর নাম? 

ডেস্ক: রোমানদের তৈরি বর্ষ পঞ্জিকাতে ১০ মাসের উল্লেখ পাওয়া যায়। সেগুলো হলো মার্টিয়াস (মার্চ), এপ্রিলিস (এপ্রিল), মাইয়াস (মে), জুনিয়াস (জুন), কুইনটিলিয়াস (জুলাই), সেক্সিটিলিস (আগস্ট), সেপ্টম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর।

সেই বর্ষপঞ্জিকা অনুসারে বছর শুরু হতো মার্চের ১ তারিখে। পরবর্তীতে ১০ মাসের সঙ্গে আরো দুটো (জানুয়ারি ও ফেব্রুয়ারি) মাস যোগ করেন রোমান সম্রাট নুমা। তিনিই জানুয়ারিকে বছরের প্রথম মাস হিসাবে যুক্ত করেন।

এক নজরে দেখা নেয়া যাক কোথা থেকে এসেছে এসব মাসের নাম

 • রোমান দেবতার নাম অনুসারে জানুয়ারি মাসের নামকরণ হয়েছে। বিপরীতমুখী দুই মুখওয়ালা জানুস ছিলো দরজার দেবতা। রোমানরা বিশ্বাস করতো জানুসের দুইটি মুখ। আর তার ওইসব মুখের একটি দিয়ে তিনি অতীত দেখতে পারতেন এবং অন্য মুখ দিয়ে ভবিষ্যৎ দেখতে পারতেন। জানুয়ারিস বা জানুয়ারি প্রথমে ২৯ দিনে মাস হিসেবে গণ্য করা হতো। পরবর্তীতে জুলিয়াস এসে জানুয়ারিকে ৩১ দিনে মাস হিসেবে ঘোষণা দেন।
 • রোমান দেবতা ‘ফেব্রুস’র নাম অনুসারে ফেব্রুয়ারি মাসের নামকরণ করা হয়েছে। ফেব্রুস এর অর্থ হলো সংশোধক। বিশ্বাস করা হয় দেবতা ফেব্রুস সংশোধকের দেবতা ছিলেন।
 • রোমান দেবতা ‘মরিস’ থেকে এসেছে মার্চ মাসের নাম। বিশ্বাস করা হয় দেবতা মরিস যুদ্ধ-দেবতা ছিলেন।
 • ল্যাটিন শব্দ ‘এপিরিবি’ থেকে এসেছে এপ্রিল মাসের নাম। এপিরিবি’র অর্থ বসন্তের দ্বার খুলে দেয়া। এছাড়া অনেকে মনে করেন গ্রীকদের প্রেম এবং সৌন্দর্যের দেবী অ্যাফরোদিতি থেকে এসেছে এপ্রিল মাসের নাম।
 • রোমানদের আলোক দেবী ‘মেইয়ার’ বা ‘মাইয়া’র নামানুসারে মাসটির নাম রাখা হয় মে।
 • রোমানদের নারী, চাঁদ ও শিকারের দেবী ছিলেন ‘জুনো’। তার নামেই জুনের সৃষ্টি। বিশ্বাস করা হয় তিনি ছিলেন জুপিটারের সহধর্মিনী।
 • জুলিয়াস সিজারের নামানুসারে জুলাই মাসের নামকরণ। মজার ব্যাপার হচ্ছে বছরের প্রথমে জানুয়ারি ও ফেব্রুয়ারিকে স্থান দিয়ে তিনি নিজেই নিজেকে দূরে সরিয়ে দেন।
 • জুলিয়াস সিজার বছরকে ঢেলে সাজানোর পর আগস্ট মাসটি তার নিজের নামে রাখার জন্য সিনেটকে নির্দেশ দেন। সেই থেকে শুরু হয় আগস্ট মাসের পথচলা।
 • সেপ্টেম্বর শব্দের শাব্দিক অর্থ সপ্তম মাস। কিন্তু সিজার বর্ষ পরিবর্তনের পর তা এসে দাঁড়ায় নবম মাসে। তারপর এটা কেউ পরিবর্তন করেনি।
 • ‘অক্টোবর’র শাব্দিক অর্থ বছরের অষ্টম মাস। সেই অষ্টম মাস আমাদের ক্যালেন্ডারের এখন স্থান পেয়েছে দশম মাসে।
 • ‘নভেম’ শব্দের অর্থ নয়। সেই অর্থানুযায়ী তখন নভেম্বর ছিল নবম মাস। জুলিয়াস সিজারের কারণে আজ নভেম্বরের স্থান এগারতে।
 • ল্যাটিন শব্দ ‘ডিসেম’ অর্থ দশম। সিজারের বর্ষ পরিবর্তনের আগে অর্থানুযায়ী এটি ছিল দশম মাস। কিন্তু আজ আমাদের কাছে এ মাসের অবস্থান ক্যালেন্ডারের শেষ প্রান্তে।

তথ্যসূত্র: অন্তর্জাল, গ্রন্থনা: রাকিব, সম্পাদনা: সজিব ঘোষ


সর্বশেষ

আরও খবর

সাগরপথে ইতালি পৌঁছালেন ৩৬২ বাংলাদেশি

সাগরপথে ইতালি পৌঁছালেন ৩৬২ বাংলাদেশি


করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৩৬০

করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৩৬০


দুর্নীতিবাজ যেই হোক ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজ যেই হোক ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী


৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ

৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ


করোনায় আরও ৪৬ মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৮৯

করোনায় আরও ৪৬ মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৮৯


রিজেন্টের মিরপুর শাখাও সিলগালা, আটক সাতজনের ৫ দিনের রিমান্ড

রিজেন্টের মিরপুর শাখাও সিলগালা, আটক সাতজনের ৫ দিনের রিমান্ড


টেস্ট না করেই করোনার রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল

টেস্ট না করেই করোনার রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল


চলে গেলেন এন্ড্রু কিশোর, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

চলে গেলেন এন্ড্রু কিশোর, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক


এবারের হজে স্পর্শ করা যাবে না কাবা শরীফ

এবারের হজে স্পর্শ করা যাবে না কাবা শরীফ


সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত

সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত