
ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ২০১৬। এবারের কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ১০০টি দেশ অংশগ্রহণ করেছে তবে আনন্দের খবর হলো যে এবারই প্রথমবার অংশগ্রহণ করছে বাংলাদেশ।
এই প্রতিযোগিতার ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল বিডি কে-ফ্যামিলি। প্রথম রাউন্ড শুরু হয় অনলাইন এ ভিডিও সাবমিট করার মাধ্যমে। বাংলাদেশ থেকে যারা প্রথম রাউন্ড এ নির্বাচিত হয়। তাদের নিয়ে দিতীয় রাউন্ড এর অডিশন শুরু হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবনে।
কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ফাইনাল রাউন্ড হবে কোরিয়াতে। ৬০টি গ্রুপকে পিছনে ফেলে কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিবাল ২০১৬ বাংলাদেশে এবারের আসরে বিজয়ী হয় এক্সপ্রেস ডি ক্রু। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে এক্সপ্রেড-ডি ক্রু পারফর্ম করবে কোরিয়ার কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ২০১৬ এর ফাইনালের মঞ্চে। যেখানে পারফর্মার্দের সকল খরচ বহন করবেন কোরিয়ান এম্বাসি।
২০১৪ এর ২৬ মার্চ এক্সপ্রেস-ডি-ক্রু পথ চলা শুরু। বাংলাদেশ এ ‘মুভ অন’ নামক একটি ডান্স বিষয়ক মুভির ক্যাম্প করতে গিয়ে এই এক্সপ্রেস-ডি-ক্রু যাত্রা শুরু হয়। অন্যান্য দেশের চেয়ে ওয়েস্টার্ন ডান্সে বাংলাদেশ পিছিয়ে নেই সেইটিই প্রমান করার এক্সপ্রেস ডি ক্রুয়ের মূল উদ্দেশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই