
ডেস্ক: কে হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরের মর্যাদা কে পাচ্ছেন? কে যাচ্ছেন হোয়াইট হাউসে? এসব প্রশ্ন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে অপেক্ষার পালা শেষ হয়ে দীর্ঘ কয়েক মাসের নির্বাচনী প্রচারণা শেষে আজ মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হবে দেশটিতে।
নির্বাচনের শেষ মুহূর্তে এসেও মার্কিন নির্বাচনের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্রেট দলীয় হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অতীত কর্মকাণ্ড নিয়ে ঘাটাঘাটি চলছে।
নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে হিলারি ক্লিনটনের দীর্ঘদিনের ই-মেইল কেলেঙ্কারির ঘটনা। রোববার রাতে (যুক্তরাষ্ট্র সময়) ডেমোক্রেটিক পার্টির হ্যাক হওয়া বিপুল সংখ্যক ইমেইল প্রকাশ করেছে উইকিলিকস। তবে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে ক্লিনটনের ই-মেইল ফাঁসের তদন্তে কোনো ধরনের অপরাধের প্রমাণ পায়নি।
শেষ মুহূর্তের প্রচারে ‘ব্যা টলগ্রাউন্ড’ রাজ্যগুলোতেই সময় দিচ্ছেন হিলারি। হোয়াইট হাউসে ফার্স্টলেডি হিসেবে ১০ বছর কাটানো হিলারি এবার ইতিহাস গড়ে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে সেই বাড়িতে যাওয়ার প্রত্যাশায় রয়েছেন।
অন্যদিকে হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী ধনকুবের ট্রাম্প ভোটারদের বলছেন, অভিবাসী ও বাণিজ্য সঙ্কটের অবসানে ‘শেষ সুযোগ’ তিনিই। ভোটারদের এই সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভোটের আগের জনমত জরিপগুলোর অধিকাংশই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে আসছিল। কিন্তু শেষ মুহূর্তে এফবিআইয়ের প্রতিবেদনের পর বিভিন্ন জরিপে হিলারির পাল্লাই ভারী দেখাচ্ছে।
নির্বাচনের আগে বেশ কিছু জরিপে দেখা যাচ্ছে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। ব্রিটশি বার্তাসংস্থা রয়টার্স-ইপসসের জরিপ বলছে, ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছেন হিলারি।
এনবিসি নিউজ ও ওয়ালস্ট্রিট জার্নাল তাদের চূড়ান্ত জরিপ বলছে, ৮ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি।
এই জরিপে ট্রাম্প ৪০ শতাংশ সমর্থন পেয়েছেন; যেখানে হিলারি পেয়েছেন ৪৪ শতাংশ। এছাড়া লিবারেটারিয়ান পার্টির প্রার্থী গ্রে জনসন ৬ শতাংশ এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন পেয়েছেন মাত্র দুই শতাংশ সমর্থন।
এছাড়া এনবিসি ও সার্ভে মানকির সাপ্তাহিক এক অনলাইন জরিপ বলছে, হিলারি ৪৭ শতাংশ, ট্রাম্প ৪১ শতাংশ, জনসন ৬ শতাংশ ও স্টেইন ৩ শতাংশ সমর্থন পেয়েছেন; যা গত সপ্তাহ থেকে অপরিবর্তিত রয়েছে।
এবিসি-ওয়াশিংটন পোস্টের জরিপ বলছে, ৪ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি। এ ছাড়া বিবিসির জরিপে হিলারি ৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন।
এনবিসির ব্যাটেলগ্রাউন্ড মানচিত্র অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির ২৭৪টি ইলেকটোরাল ভোট রয়েছে, গত সপ্তাহ থেকেই তা অপরিবর্তিত। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল ভোট। গত সপ্তাহে এনবিসির ওই মানচিত্রে ট্রাম্পের কলামে ১৮০ ইলেকটোরাল ভোট ছিলো কিন্তু বর্তমানে তা কমে ১৭০ হয়েছে।
প্রতিবেদন: ময়ূখ ইসলাম, সম্পাদনা: প্রণব