
ঢাকা: ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিয়ার্স (আইইইই) বিডিএস মানবিক ধারণা এবং অ্যাপস্ প্রতিযোগীতা ‘এসএস১২ কোড-এ থোন চ্যালেঞ্জ’ এর বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ‘গ্রীন স্পার্ক’ টিম।
সম্প্রতি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দল অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই ‘কোড-এ থোন চ্যালেঞ্জ’ অনুষ্ঠিত হয়। বিজয়ী দল ভারতে অনুষ্ঠিত চূড়ান্তপর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নাইট টেনিমেন্ট’ এবং দ্বিতীয় রানার আপ হয় মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির ‘এমআইএসটি এপ টেক’।
প্রতিযোগীদের উৎসাহিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান প্রতিযোগীতা প্রত্যক্ষ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
অনুষ্ঠানে আইইইই বাংলাদেশ পর্বের চেয়ারপারসন প্রফেসর ড. শেখ আনওয়ারুল ফাত্তাহ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. প্রান কানাই সাহা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কাজী দ্বীন মোহাম্মদ খসরু বক্তব্য রাখেন।
প্রতিবেদন- এম.রেজাউল করিম, সম্পাদনা- সজিব ঘোষ