কোপায় জাতীয় সঙ্গীত বিভ্রাট

ডেস্ক: খেলার শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়া দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রেরণা। কিন্তু নিজ দেশের খেলা শুরু আগে যদি খেলোয়াড়দের সামনে বাজিয়ে দেয়া হয় অন্য দেশের জাতীয় সঙ্গীত!
এমন ঘটনাই ঘটেছে কোপা আমেরিকা টুর্নামেন্টে উরুগুয়ের বেলায়। দেশটির খেলোয়াড়দের সামনে চিলির জাতীয় সংগীত বাজিয়ে বিব্রত পরিস্থিতিতে পড়ল কোপা আমেরিকা আয়োজকবৃন্দ।
রোববার উরুগুয়ে বনাম মেক্সিকো ম্যাচটি শুরু হওয়ার পূর্বে, উরুগুয়ের জাতীয় সংগীতের পরিবর্তে চিলির জাতীয় সংগীত বেজে ওঠে। এতে উরুগুয়ের ফুটবলারদের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে ওঠে।
ভুল স্বীকার করে আয়োজকদের পাঠানো এক বার্তায় বলা হয়, ‘এমন ভুলের জন্য উরুগুয়ের জাতীয় ফুটবল দল, ফেডারেশন, নাগরিক ও ভক্তবৃন্দের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
পরবর্তীতে উরুগুয়ে ম্যাচটি ৩-০ গোলে হেরে যায়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসআই