কোপা আমেরিকায় চিলির নাটকীয় জয়

ডেস্কঃ ইনজুরি টাইমের শেষ মিনিটে নাটকীয় পেনাল্টি থেকে ২-১ গোলে বলিভিয়াকে হারালো চিলি। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে কোপা আমেরিকার গ্রুপ ডি এর এই খেলায় চিলির হয়ে দু’টি গোলই করেছেন ভিদাল।
খেলার প্রথমার্ধে ৪৬ মিনিটের মাথায় চিলির হয়ে ব্যবধান তৈরী করেন তিনি। খেলা দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গড়ালে দুর্দান্ত এক ফ্রি কিকে সমতা ফিরিয়ে আনে বলিভিয়ার কাম্পোস। টানটান উত্তেজনাপূর্ণ খেলাটির সম্পূর্ণ ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ের সাড়ে নয় মিনিটের সময় দূর্ভাগ্যজনক এক হ্যান্ডবলে পেনাল্টি পায় চিলি। চিলির হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ভিদাল।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস