
ডেস্কঃ বাংলাদেশ সময়ে আজ সোমবার ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ঠিক আগের বারের আয়োজনের ফাইনালে চিলির কাছে হেরেই শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর শিরোপা ক্ষরায় ভুগছে মেসির দল। এই ক্ষরা কাটিয়ে ঘরে শিরোপা তুলতে মরিয়া তাই আর্জেন্টাইন ফুটবলাররা।
আর্জেন্টাইন কোচ জেরার্দ মার্তিনো বলেন, “এখন একমাত্র চিন্তা হল আগামীকালের ম্যাচটিতে জয়লাভ করা। মানুষ জয় চায়, খেলোয়াড়রা জয় চায়, আমরা সবাই তাই চাই। এ কারণেই গত বছরের ফল পাল্টানোর জন্য আমরা যার যার সর্বস্ব দিতে প্রস্তুত।”
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটি চিলির বিপক্ষেই খেলেছিল আর্জেন্টিনা। পিঠের চোটের কারণে সেই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি খেলতে পারেননি। অধিনায়ককে ছাড়াই ম্যাচটি ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস