
ফক্সবোরো: ১-০ গোলের ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকা থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়েছে পেরু। খেলার শেষের দিকে ৭৫তম মিনিটে রাউল রুইডিয়াজের একমাত্র গোলে ৩১ বছরের মধ্যে এই প্রথম ব্রাজিলকে হারাল দেশটি।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ বি থেকে শীর্ষস্থান নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পেরু। শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দেশটি। অন্যদিকে হারের মধ্য দিয়ে কোপা মিশন শেষ করে যুক্তরাষ্ট্র থেকে এখন বাড়ির পথ ধরবে দুঙ্গার দল।
এই জয়কে পেরুর ভাগ্যের জয় বলে ছোট করা যাবে না। পুরো ম্যাচেই ভালো খেলেছে দলটি। তবে সুযোগ খুব একটা আসেনি তাদের সামনে। শেষ মুহুর্তে পেরুর অ্যান্ডি পোলো সুযোগ কাজে লাগিয়ে ডি বক্সে রাউলের দিকে পাস দেন।
তিনি লক্ষ্যভেদ করতে ভুল করেননি। যদিও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন অভিযোগ করেছেন যে বল রাউলের হাতও স্পর্শ করেছে। তবে তাতে কর্ণপাত করেন নি রেফারি।
১৯৮৫ সালের পর থেকে মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের সাথে ১০টি ম্যাচে হেরেছে পেরু। ৬টি ম্যাচে ড্র করেছে। তবে জিততে পারেনি কখনো। এমন এক সময় জয় ছিনিয়ে নিল দেশটি যাতে কোপা আমেরিকা থেকে বিদায়ের পাশাপাশি হুমকির মুখে পড়েছে ব্রাজিল কোচ দুঙ্গার চাকরিও। সূত্র: নিউজডে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই