
ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজের আদর্শ মনে করে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, আমি সত্যিই রোনালদোতে অনুপ্রাণিত। তার অধ্যবসায়, পরিশ্রম, জীবন দর্শন সবকিছুতেই আমি মুগ্ধ। সে যেভাবে নিজেকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছেন সেটা অন্য সবার থেকে আলাদা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে দেয়া এক সাক্ষাৎকারে সিআর-সেভেনের ভূয়সী প্রশংসা করে বিরাট কোহলি বলেন, রোনালদো দীর্ঘদিন নিজেকে সেরার জায়গায় রেখে দিয়েছেন। এটা অর্জন করা এতটা সহজ নয়। শুধু পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে। শুনেছি রোনালদো বিশ্বের সবচেয়ে পরিশ্রমী ফুটবলার। এত কিছুর পরও পরিশ্রমী ফুটবলারের খেতাব পাওয়া সত্যিই বিশেষ কিছু। এই ক্ষেত্রে মেসি জিনিয়াস কিন্তু রোনালদো প্রচুর পরিশ্রমী। নিজের পরিশ্রম দিয়েই ও বিশ্বের অন্যান্য ফুটবলের সঙ্গে পাল্লা দিয়ে চলছে।
২০১৬ সাল দারুণ কেটেছে বিরাট কোহলির। সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে বিরাটের ব্যাট থেকে এসেছে ২৫০০ এরও বেশি রান। সাফল্যের ধারাবাহিকতায় বিরাট সবার ওপরে। নিজের সাফল্যের মূলমন্ত্র জানাতে গিয়ে বিরাট বলেন, নিজের ভুলগুলোকে বিয়োগ করার চেষ্টা করেছি। সাফল্যগুলোকে যোগ করার চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে কাজ করার কারণেই ভালো সাফল্য এসেছে। ভুল থাকবেই। ভুলগুলোকে যদি শুধরে নেয়া যায় তাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। বরাবর এটাই করার চেষ্টা করে এসেছি আমি। সূত্র: গোলডটকম
সম্পাদনা: জাবেদ চৌধুরী